রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুলাই শহীদ আবু সাঈদের পোস্টমর্টেম রিপোর্ট বদলানোর চেষ্টাকারীরা বহাল তবিয়তে থাকায় জনমনে ক্ষোভ বাড়ছে। তাদের মধ্যে অন্যতম রংপুর মেট্রোপলিটনের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) তৎকালীন এসপি আবু বক্কর সিদ্দিক। চিকিৎসককে রিপোর্ট বদলানোর জন্য
রংপুরে তীব্র ক্ষোভ
ড. রাজিবুল জানান, রংপুর মেডিক্যালের ভাইস প্রিন্সিপালের কক্ষে এসপি সিদ্দিক, মেট্রোপলিটন পুলিশের ডিসি মারুফ এবং স্বাচিপ নেতা ড. চন্দন তাকে মাথায় আঘাতজনিত মৃত্যুর তথ্য যুক্ত করতে চাপ দেন। এমনকি বিদেশ ভ্রমণ ও পারিবারিক সুযোগ-সুবিধার প্রলোভনও দেয়া হয়। তবে তিনি সত্য বিকৃত না করে মূল রিপোর্টে শরীরে পাওয়া
জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২’র চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল সাক্ষ্যগ্রহণ করবেন।